English Version
আপডেট : ৩১ মার্চ, ২০১৬ ২০:০৫

চাঁদপুরে ৬ ইউনিয়নের ভোট বর্জন: বিএনপি

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে ৬ ইউনিয়নের ভোট বর্জন: বিএনপি
চাঁদপুরের দুই উপজেলার ১৮ ইউনিয়নের ৬টিতে ভোট বর্জন করেছেন বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ভোট বর্জনের ঘোষণা দেন তারা।
 
তারা হলেন- সদর উপজেলার তরপুরচণ্ডি ইউনিয়নে সরদার রফিকুল ইসলাম, কল্যাণ ইউনিয়নে সাইফুল আলম খান, আশিকাটি ইউনিয়নে দেলোয়ার হোসেন মাস্টার, বাগাদী ইউনিয়নে মোহাম্মদ আলী পাঠান, চান্দ্রা ইউনিয়নের শাহজাহান খান ও রামপুর ইউনিয়নের জাকির হোসেন তালুকদার। 'ভোটগ্রহণে অনিয়ম, কেন্দ্র দখল,জাল ভোট প্রদান ও সন্ত্রাসী হামলার' অভিযোগ এনে বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা সেনাবাহিনীর তত্ত্বাবধানে ইউনিয়নগুলোতে পুনরায় নির্বাচনের দাবি করেছেন।
 
দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় বৃহস্পতিবার ১০টা থেকে ১২টার মধ্যে গোলযোগের কারণে চাঁদপুর সদর উপজেলায় ৬টি এবং হাইমচরে ৯টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব কেন্দ্রে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্তত ৮০ রাউন্ড ফাঁকা গুলি করেছে। চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেন্টার ও নির্বাচন অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান বলেন, দুপুর ২টা পর্যন্ত অনিয়মের কারণে কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। তবে পরিস্থিতি অনেক এলাকাতেই খারাপ। চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। লোকজনের অভাব সত্ত্বেও আমরা ফোর্স পাঠিয়েছি। যে যার মতো করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে। এই চেষ্টায় যেখানে বাধা পেয়েছি সেখানে কঠোর ব্যবস্থা নিয়েছি। পুলিশ ফাঁকা গুলি করেছে। বিকেলের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। দ্বিতীয় দফার এ নির্বাচনে বৃহস্পতিবার চাঁদপুরের সদরে ১২টি ও হাইমচর উপজেলার ৬টিসহ ১৮টি ইউনিয়নে ভোটগ্রহণ হয়। দুই উপজেলায় চেয়ারম্যান পদে ৬৭ জন, সাধারণ সদস্য পদে ৫২৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৫৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২ লাখ ৫৭ হাজার ২৬৮ জন ভোটারের এ নির্বাচনে দুই উপজেলা মিলে ভোটকেন্দ্র সংখ্যা ১৭৬টি।