English Version
আপডেট : ৩১ মার্চ, ২০১৬ ১৯:৩৪

পদ্মা সেতুর কাজের গতি সন্তোষজনক

নিজস্ব প্রতিবেদক
পদ্মা সেতুর কাজের গতি সন্তোষজনক

পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি সন্তোষজনক। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত মূল সেতুর ২০ শতাংশ কাজ এগিয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ফেব্রুয়ারি পর্যন্ত পদ্মা সেতুর সার্বিক ভৌত অগ্রগতি ৩০ শতাংশ। মূল সেতু নির্মাণে ভৌত অগ্রগতি ২০ শতাংশ। এ সেতু নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা। এর মধ্যে ফেব্রুয়ারি পর্যন্ত ব্যয় হয়েছে ৯ হাজার ৭৫৩ কোটি ২৪ লাখ টাকা।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন জোনগুলোর চলমান উন্নয়ন প্রকল্পগুলো পর্যায়ক্রমে সরেজমিনে পরিদর্শন করার সুপারিশ করা হয়।   কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন- কমিটি সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এ কে এম এ আউয়াল, নাজমুল হক প্রধান, মো. মনিরুল ইসলাম, মিসেস লুৎফুন নেছা। বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।