English Version
আপডেট : ৩১ মার্চ, ২০১৬ ০৯:১৪

উদ্বেগ-উৎকণ্ঠা মধ্যেই চলছে দ্বিতীয় দফার ইউপি নির্বাচন

অনলাইন ডেস্ক
উদ্বেগ-উৎকণ্ঠা মধ্যেই চলছে দ্বিতীয় দফার ইউপি নির্বাচন

সংঘর্ষ-গোলাগুলি, ভয়-ভীতি, হুমকি-ধামকির পর উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেই শুরু হয়েছে দেশের ৪৭ জেলায় ৬৪৩ ইউনিয়ন পরিষদের দ্বিতীয় দফার ভোটগ্রহন। আজ বৃহস্পতিবার (৩১মার্চ) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ উপলক্ষে নির্বাচন কমিশনের পক্ষে থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করছেন ২ হাজার ৬৬২ জন। এছাড়া সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীর সংখ্যা ৬ হাজার ৪৯৮ জন এবং সাধারণ মেম্বার প্রার্থীর সংখ্যা ২১ হাজার ২৫৯ জন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য প্রতিটি ভোট কেন্দ্রে ২০ জন পুলিশ ও আনসার সদস্য রয়েছে। এছাড়াও ভোটের কেন্দ্রগুলোর নিরাপত্তায় পুলিশ, র‌্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় দুই লাখ সদস্য মাঠে কাজ করছে বলে কমিশন সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, প্রথমবারের মতো দলীয়ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। মোট ৬ ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের নির্বাচন গত ২২ মার্চ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দেশের ৪৭ জেলার ৬৩৯টি ইউপিতে।