English Version
আপডেট : ৩০ মার্চ, ২০১৬ ২৩:৪৫

আশঙ্কার মধ্যে কাল ৬৪৩ ইউপিতে নির্বাচন

ষ্টাফ রিপোর্টার
আশঙ্কার মধ্যে কাল ৬৪৩ ইউপিতে নির্বাচন
ইউপি নির্বাচনের লোগো

প্রথম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় ভোটার ও প্রার্থীদের তীব্র অাশঙ্কা মধ্যদিয়ে আগামীকাল দেশের ৪৭ জেলায় ৬৪৩ ইউনিয়ন পরিষদের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচন কমিশনের পক্ষে থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে তা বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।  

এদিকে নির্বাচনী এলাকায় বুধবার মধ্যরাত থেকেই সব ধরণের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন। নির্বাচনী এলাকায় টহল জোরদার করেছে বিজিবি, র‌্যাব, পুলিশ, কোস্ট গার্ড ও আনসারসহ প্রায় দেড় লাখ আইনশৃঙ্খলা বাহিনী। সঙ্গে রয়েছে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনের ভোটগ্রহনের সময় ঘনিয়ে আসার সঙ্গে উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী পরিবেশ। প্রতিপক্ষের উপর হামলা, বাড়ি-ঘর ভাংচুর, প্রচারে বাঁধা দেয়াসহ সহিংস ঘটনা অব্যাহত রয়েছে। একই সঙ্গে আচরণ বিধি লংঘনের হিড়িক পড়েছে। কোথাও কোথাও প্রার্থী ও ভোটারদের এলাকা ছাড়তে বাধ্য করায় শেষ মুহূর্তে ইসিতে অসংখ্য অভিযোগ আসছে।

দ্বিতীয় ধাপেও আইন শৃঙ্খলাবাহিনীকে পরিস্থিতি দেখে কঠোর ভূমিকা রাখার তাগিদ দিয়ে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, আইন শৃঙ্খলাবাহিনীর সামনে অপরাধ হবে, আর সেখানে তারা আঙ্গুল চুষবে- এ ধরনের কোনো বিষয় প্রশ্রয় দেব না। প্রিজাইডিং অফিসারের সামনে সিল মেরে যাবে আর তখন হা করে দাঁড়িয়ে থাকবে- সেটাও আমরা সহ্য করব না। এক কথায় নির্বাচন সুষ্ঠু করার জন্য যা যা করা দরকার সবটাই নিতে হবে।

প্রার্থী, ভোটার ও ভোট কেন্দ্র

ইউপিতে দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের ৩১ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এ ধাপে ৬৪২ ইউপিতে চেয়ারম্যান পদে মোট প্রতিদ্বন্দ্বী করছেন ৩ হাজার ১১৪ জন। এরমধ্যে ১৭টি রাজনৈতিক দলের এক হাজার ৫৫৯ ও স্বতন্ত্র প্রার্থী রয়েছে এক হাজার ৫৫৫জন। এছাড়া সাধারণ সদস্য পদে ২৩ হাজার ৩৭৭ জন প্রার্থী। মহিলা সদস্য ৬ হাজার ৭৯৯ জন প্রার্থী লড়বেন।

এসব এলাকায় ৬ হাজার ২০৫টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। ভোট কেন্দ্রে বুথের সংখ্যা ২৩ হাজার ২১ টি। এ হিসাবে প্রতি কেন্দ্রে ১ জন করে ৬ হাজার ২০৫ জন প্রিজাইডিং অফিসার, প্রতি বুথে ১ জন করে ২৩ হাজার ২১ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং প্রতি বুথে ২ জন করে ৪৬ হাজার ৪২জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। এতে মোট ভোটার ১ কোটি ১২ লাখ ১২ হাজার ৩৩৪জন। নিরাপত্তায় থাকছে বিভিন্ন বাহিনীর দেড় লাখ সদস্য। একইসঙ্গে ৪৭ জেলার ৬৪৩ ইউপিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও অপরাধ তদারকিতে মাঠে রয়েছেন।

আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপে এবং চতুর্থ ধাপে ৭ মে, পঞ্চম ধাপে ২৮ মে ও ষষ্ঠ ধাপে ৪ জুন ভোট হওয়ার কথা রয়েছে।