English Version
আপডেট : ৩০ মার্চ, ২০১৬ ২৩:০৯

দুই মন্ত্রীর সাজায় ‘অনেক’ ক্ষতি হয়েছে: সুরঞ্জিত

ষ্টাফ রিপোর্টার
দুই মন্ত্রীর সাজায় ‘অনেক’ ক্ষতি হয়েছে: সুরঞ্জিত

আদালত অবমাননার দায়ে দুই মন্ত্রী সাজা পাওয়ায় সরকারের ‘অনেক’ ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।

আজ বুধবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এরআগে মার্চের শুরুতে জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিল মামলার রায় নিয়ে সংশয় প্রকাশ করে প্রধান বিচারপতিকে জড়িয়ে বক্তব্য দিয়েছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  আ ক ম মোজাম্মেল হক।

তারা ওই বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করলেও আদালত অবমাননার দায়ে তাদের দোষী সাব্যস্ত করে রবিবার সাজা দেয় আপিল বিভাগ।

দুইজনকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করে প্রধান বিচারপতি এস কে সিনহা বলেন, আদালত অবমাননার বিষয়ে দেশের জনগণকে একটি বার্তা পৌঁছে দিতেই দুই মন্ত্রীকে এ দণ্ড দেয়া হয়েছে।

এদিকে দণ্ডিতদের মন্ত্রিসভায় থাকা যৌক্তিকতা আছে কী না- সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত।

সাবেক এই মন্ত্রী বলেন, ‘আমি এই বিতর্কে জড়াতে চাই না। তবে রাষ্ট্র ও সমাজের কাছে নৈতিক দিক দিয়ে সবাই দায়বদ্ধ। কেন আমি পদত্যাগ করি নাই, পদত্যাগ করতে হলে আবার কারো কাছে কইয়া করতে হইবো না কি?’ এটা তাদের ন্যায়-নীতির উপর। আমাদের মনে রাখতে হবে, অসামাজিক, অনৈতিক, অন্যায় ও অবিচার কোনোটিই জাতির কাছে গ্রহণযোগ্য নয়।

এরআগে রেলমন্ত্রী থাকা অবস্থায় ২০১২ সালের ৯ এপ্রিল রাতে সাবেক এই মন্ত্রীর ব্যক্তিগত সহকারী ওমর ফারুকের গাড়িতে বিপুল অর্থ পাওয়ার সাতদিনের মাথায় ১৬ এপ্রিল ‘অর্থ কেলেঙ্কারির’ দায় নিজের কাঁধে নিয়ে রেলমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এ নেতা।