English Version
আপডেট : ৩০ মার্চ, ২০১৬ ২১:৩৩

‘রাজনীতির মতো সাংবাদিকতায়ও ‘হাইব্রিড’ আছে’

অনলাইন ডেস্ক
‘রাজনীতির মতো সাংবাদিকতায়ও ‘হাইব্রিড’ আছে’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

রাজনীতিবিদদের মতো সাংবাদিকদের মধ্যেও ‘হাইব্রিড’ সাংবাদিক আছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, “লেখাপড়া কী জানি না, কিন্তু গলায় একটা কার্ড ঝুলিয়ে রাখে। ঘণ্টার পর ঘণ্টা সরকারি অফিসে বসে থাকেন। কী সাংবাদিক, কোন পত্রিকার সাংবাদিক তাও কেউ জানে না। “এদেশে রাজনীতি করতেও পড়াশোনার প্রয়োজন নেই, আবার সাংবাদিকতা করতেও দেখি পড়াশোনার প্রয়োজন নেই। সেজন্য মানটাও কমে যাচ্ছে। মান কমে যাচ্ছে বলে মধ্যে বোধহয় আমাদের অভিমানটাও বাড়ছে।”

মন্ত্রী তরুণ সাংবাদিকদের প্রশংসা করে বলেন,“আশার আলো দেখতে পাই তরুণদের একটা অংশ ভালোভাবে সাংবাদিকতা করছে, রিপোটিং করছে ও লেখালেখিও করছে।

তিনি বলেন, অনেক সাংবাদিক স্পটে না গিয়ে ‌‘‍শুনে শুনে সাংবাদিকতা’ জনসংযোগহীন সাংবাদিকতা জনসংযোগহীন রাজনীতির মত ভয়াবহ।’ এসময় একটি জাতীয় দৈনিকে নিজ এলাকার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ছাপানো প্রতিবেদন নিয়ে সমালোচনা করেন।

সিইউজে’র সভাপতি এজাজ ইউসুফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসের সঞ্চালনায় সাধারণ সভায় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্ঠা ইকবাল সোবহান চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের মহাসচিব ওমর ফারুক, সাবেক মহাসচিব জলিল ভূঁইয়া, যুগ্ম মহাসচিব শহীদুল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, প্রেস ক্লাব সভাপতি কলিম সরোয়ার বক্তব্য রাখেন।