English Version
আপডেট : ৩০ মার্চ, ২০১৬ ২০:৫৫

আগামী ২৪ এপ্রিল বসছে সংসদের দশম অধিবেশন

প্রেস বিজ্ঞপ্তি
আগামী ২৪ এপ্রিল বসছে সংসদের দশম অধিবেশন
জাতীয় সংসদ ভবন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ২৪ এপ্রিল জাতীয় সংসদের দশম অধিবেশন আহ্বান করেছেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় সংসদের দশম (২০১৬ সালের ২য়) অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি।

বুধবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংসদের নবম অধিবেশন শেষ হয় গত ২৯ ফেব্রুয়ারি, যা শুরু হয়েছিল ২০ জানুয়ারি। বছরের প্রথম সেই অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি।

সংবিধানের বিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।