English Version
আপডেট : ৩০ মার্চ, ২০১৬ ১৩:৩৩

‘বিশ্বে মাথা উঁচু করে চলতে চাই’

নিজস্ব প্রতিবেদক
‘বিশ্বে মাথা উঁচু করে চলতে চাই’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাইল ছবি

ঢাকা: রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একাংশ উদ্বোধনের পর অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের কারো কাছে হাত পেতে নয় বরং মাথা উঁচু করে চলতে চাই।

প্রধানমন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষাসহ সবদিক থেকে এগিয়ে যাচ্ছি আমরা। এগিয়ে যাওয়ার লক্ষ্যে আওয়ামী লীগ কাজ করে যাছে। বিশ্বে মাথা উঁচু করে চলতে চাই কারও কাছে হাত পেতে নয়। চিন্তা করতে হবে অমরাও পারি। সেই চিন্তা-চেতনা নিয়ে কাজ করতে হবে। আসনু সবাই মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত দেশ গড়ে তুলি।

এর আগে বুধবার বেলা পৌনে ১১টায় ফ্লাইওভারটির একাংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের আগে সাতরাস্তা থেকে ফ্লাইওভারটি ব্যবহার করে প্রধানমন্ত্রীর গাড়ি বহর অফিসার্স ক্লাবে পৌঁছায়।এরপর রাজধানীর অফিসার্স ক্লাবে উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অতিথিবৃন্দ।

প্রধানমন্ত্রী আরো বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর আমরা যানজট নিরসনে অনেক পরিকল্পনা করেছিল। পরবর্তী সরকার এসে সেগুলো বাতিল করে। যাই হোক এই ফ্লাইওভারে যানজট অনেকাংশে কমবে বলে আমি মনে করছি। এ সময় ফ্লাইওভার প্রকল্পে অর্থায়নের জন্য সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট ও ওপেক ফান্ড ফর ডেভেলপমেন্টকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

উদ্বোধন হওয়া ফ্লাইওভারটি সাতরাস্তা থেকে শুরু হয়ে ২ দশমিক ১ কিলোমিটার পর শেষ হয় মগবাজারের হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের সামনে। মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্পটি ২০১১ সালের ৮ মার্চ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন হয়।  

এই প্রকল্পের নির্মাণ ব্যয় ছিল ৭৭২ কোটি ৭০ লাখ টাকা। দুই দফা মেয়ার বাড়িয়ে এখন এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে, এক হাজার ২১৮ কোটি ৯০ লাখ টাকা। অর্থাৎ ব্যয় বেড়েছে ৪৪৬ কোটি ২০ লাখ টাকা। এই প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারের তহবিল থেকে ৪৪২ কোটি ৭৩ লাখ এবং সৌদির উন্নয়ন তহবিল ও ওপেকের সহায়তা তহবিল থেকে ৭৭৩ কোটি ১৭ লাখ টাকা অর্থায়ন করা হবে।

প্রথমে ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে এ ফ্লাইওভার প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও বারবার নকশা পরিবর্তনের কারণে এই দুই দফা সময় বাড়ানো হয়েছে। স্থানীয় পরিকল্পনাবিদদের মতে এই ফ্লাইওভারটির নকশায় এখনও অনেক ত্রুটি রয়েগেছে।  

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ঢাকা উত্তর-দক্ষিণের দুই মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, মন্ত্রণালয়ের সচিব, এলজিইডি প্রধান প্রকৌশলি ও প্রকল্প পরিচালক প্রমুখ।