English Version
আপডেট : ৩০ মার্চ, ২০১৬ ১১:৩১

তনুর লাশ তোলা হয়েছে, শাহবাগে বিক্ষোভ অব্যাহত

অনলাইন ডেস্ক
তনুর লাশ তোলা হয়েছে, শাহবাগে বিক্ষোভ অব্যাহত

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে তার লাশ তোলা হয়েছে।

বুধবার বেলা পৌনে ১১ টার দিকে তার লাশ তোলা হয়।

এদিকে তনু হত্যার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে আজও শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা।

এ বিক্ষোভের ফলে শাহবাগে সবকটি রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। নগরীর গুরুত্বপূর্ণ এ সড়ক অবরোধে ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী।

বিক্ষোভস্থলের চারপাশে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে। সেখানে পুলিশের গোয়েন্দা বিভাগের অনেককে দেখা গেছে।   মনিরুজ্জামান নামে একজন প্রত্যক্ষদর্শী ঢাকা পোস্টকে জানান, সকালে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসটির মোড় থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল শাহবাগে এসে বিক্ষোভ করতে থাকে। তারপর রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজ থেকে শিক্ষার্থীরা খন্ডখণ্ড মিছিল নিয়ে এসে বিক্ষোভে যোগ দেয়। তারা অবিলম্বে তনু হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানায়।

রাস্তা অবরোধ করে বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুবকর ছিদ্দিক জানান, আমরা বিক্ষোভকারীদের রাস্তা বন্ধ না করার জন্য অনুরোধ জানিয়েছি।