English Version
আপডেট : ২৯ মার্চ, ২০১৬ ২৩:১২

মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একাংশের উদ্বোধন আগামীকাল

অনলাইন ডেস্ক
মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একাংশের উদ্বোধন আগামীকাল

রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একাংশ (হলি ফ্যামিলি থেকে সাতরাস্তা) পর্যন্ত পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল যানবাহন চলা চলের জন্য খুলে দেয়া হচ্ছে। 

বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফ্লাইওভারের উদ্বোধন করবেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নিজে গাড়িবহর নিয়ে ফ্লাইওভার ব্যবহার করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবেন এবং ফিরে আসবেন। এরপরই তা যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।

ফ্লাইওভারের প্রকল্প পরিচালক নাজমুল আলম জানান, এই অংশ উদ্বোধনের পর মগবাজার এলাকার যানজট থাকবে না। বাকি অংশ দুই ধাপে আগামী জুন ও ডিসেম্বর মাসে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

ফ্লাইওভারের নির্মাতা প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানিয়েছে, গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ফ্লাইওভারের একাংশ উদ্বোধনের জন্য প্রস্তুতি নেয়া হয়েছিল। তবে কাজ শেষ না হওয়া তা পিছিয়ে ৩০শে মার্চ করা হয়। 

প্রসঙ্গত, মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্পটি ২০১১ সালের ৮ মার্চ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন হয়। 

মগবাজার–মৌচাক ফ্লাইওভার প্রকল্পের ব্যয় আগে ছিল ৭৭২ কোটি ৭০ লাখ টাকা। এখন ধরা হয়েছে, এক হাজার ২১৮ কোটি ৯০ লাখ টাকা। অর্থাৎ ব্যয় বেড়েছে ৪৪৬ কোটি ২০ লাখ টাকা।

এই প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারের তহবিল থেকে ৪৪২ কোটি ৭৩ লাখ এবং সৌদির উন্নয়ন তহবিল ও ওপেকের সহায়তা তহবিল থেকে ৭৭৩ কোটি ১৭ লাখ টাকা অর্থায়ন করা হবে।

প্রথমে ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে এ ফ্লাইওভার প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও পরে দুই দফা সময় বাড়ানো হয়।     উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল প্রমুখ।