English Version
আপডেট : ২৯ মার্চ, ২০১৬ ১৬:৫০

যুক্তরাষ্ট্রের ‘সাহসী নারী’ সম্মাননা পাচ্ছেন সারা হোসেন

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ‘সাহসী নারী’ সম্মাননা পাচ্ছেন সারা হোসেন
ড. কামাল হোসেনের কন্যা ব্যারিস্টার সারা হোসেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ‘ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড’ পাচ্ছেন বাংলাদেশের সংবিধান প্রণেতা ও প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেনের কন্যা ব্যারিস্টার সারা হোসেন। এবার তার সঙ্গে বিশ্বের আরো ১৩ জন নারীকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।   মঙ্গলবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তাদের হাতে পুরস্কার তুলে দেবেন বলে দেশেটির পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে জানানো হয়েছে।   স্টেট ডিপার্টমেন্ট লিখেছে, ড. কামাল হোসেনের মেয়ে ব্যারিস্টার সারা হোসেন দেশের সুবিধাবঞ্চিত এবং প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও শিশুদের পক্ষে সর্বোচ্চ আদালতে আইনি লড়াই করেন।   বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস  ট্রাস্টের (ব্লাস্ট) নির্বাহী পরিচালক সারা হোসেন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনের খসড়া প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০১০ সালে ওই আইন পাশ হয়।  

ফতোয়ার বিরুদ্ধে তার মামলা লড়ার কথাও স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। স্টেট ডিপার্টমেন্ট আরো লিখেছে ‘মিসেস হোসেনের সাহস, আন্তরিকতা ও সততা মক্কেলদের কাছে তাকে আস্থাশীল করার পাশাপাশি বিশ্বব্যাপী মানবাধিকার কর্মীদের শ্রদ্ধা কুড়িয়েছে।’