English Version
আপডেট : ২৯ মার্চ, ২০১৬ ১৬:০২

‘কারো দিকে না তাকিয়ে অবিলম্বে পদত্যাগ করুন’

অনলাইন ডেস্ক
‘কারো দিকে না তাকিয়ে অবিলম্বে পদত্যাগ করুন’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ জাতীয় মর্যাদার প্রশ্নে দুই সরকারের মন্ত্রীকে কারো দিকে না তাকিয়ে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ূথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমাজউদ্দীন বলেন, ‘এই দুই ভদ্রলোক (দুই মন্ত্রী) অন্য কারো দিকে না তাকিয়ে যদি নিজেদের বিবেকের দিকে একটু তাকান, বিবেকের বাণী শুনলে ভালো হয়। বিবেকের বাণী কানে পৌঁছা মাত্র তারা যেন আর মন্ত্রিত্বে না থাকেন।’

এ প্রসঙ্গে উদাহরণ টেনে এমাজউদ্দীন বলেন, ২০০৪ সালে একজন পুলিশের আইজিকে দুই হাজার টাকা জরিমানা করে আদালত। তিনি সঙ্গে সঙ্গেই চাকরি ছেড়ে দিয়েছিলেন। তিনি আরো বলেন, এ ধরনের ঘটনা আত্মমর্যাদা ও আত্মসম্মানের ব্যাপার। আমাদের মন্ত্রীদের আত্মসম্মান ও আত্মমর্যাদাবোধ থাকবে না, এটি আমি বিশ্বাস করি না। তাদের অবশ্যই আত্মসম্মান ও আত্মমর্যাদাবোধ আছে।

অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, দেশে মানুষের কথা বলার অধিকার নেই। গত ৭-৮ বছর ধরে গণতন্ত্রের জন্য কোনো আশার আলো পর্যন্ত দেখি না। অথচ গণতন্ত্রের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম।

ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারী ও জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।