English Version
আপডেট : ২৯ মার্চ, ২০১৬ ১৫:০৭

তনু হত্যার বিচার দাবিতে উত্তাল শাহবাগ

নিজস্ব প্রতিবেদক
তনু হত্যার বিচার দাবিতে উত্তাল শাহবাগ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১.৪০ টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশে-পাশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগে মোড়ে সড়ক অবরোধ করে। এ সময়ে একই দাবীতে রামপুরা ব্রিজ, মধ্যবাড্ডা, শাহজাদপুর এলাকায় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।   এ সময় তারা তনুর খুনিদের দ্রুত খুঁজে বের করে বিচার দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
 
শাহবাগ থানার ডিউটি অফিসার এস আই পারভিন আক্তার শাহবাগ মোড়ে সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিক্ষার্থীদেরর বুঝিয়ে অবরোধ তুলতে চেষ্টা করছে পুলিশ। অপরদিকে রামপুরা থানা পুলিশ অবরোধের কথা অস্বীকার করে জানান, এ বিষয়ে তারা খোঁজ নিচ্ছেন।