English Version
আপডেট : ২৯ মার্চ, ২০১৬ ০১:১০

‘দুর্নীতি দমন নয়, প্রতিরোধই দুদকের প্রধান কাজ’

ষ্টাফ রিপোর্টার
‘দুর্নীতি দমন নয়, প্রতিরোধই দুদকের প্রধান কাজ’

ঢাকা: দুর্নীতি দমন নয়, প্রতিরোধই হচ্ছে দুদকের প্রধান কাজ। এজন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কৌশলপত্র তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন- দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

সোমবার সেগুন বাগিচার কার্যালয়ে দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৬ প্রদান অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন।

মিডিয়া অ্যাওয়ার্ডের জুরি বোর্ডের সভাপতি ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার তার বক্তব্যে দুর্নীতি দমন কমিশনকে দুর্নীতিমুক্ত করার আহ্বান জানান।

তার বক্তব্যের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, দুদকের পর্যাপ্ত ক্ষমতা বা শক্তি রয়েছে। তবে এর সঠিক ব্যবহার হচ্ছে না। অনেক বক্তাই বলেছেন-সরষের ভেতরে ভূত আছে। আমি অস্বীকার করছি না। তবে আমি যে কাজের ম্যান্ডেট নিয়ে এসেছি, তা করতে চাই, ব্যর্থ হতে চাই না। এ ভূত আমি তাড়াবই। এ জন্য তিনি সকল গণমাধ্যমের সহযোগিতা চান।

ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি দমন নয়, প্রতিরোধই হচ্ছে দুদকের প্রধান কাজ। এজন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কৌশলপত্র তৈরি করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দুদক মিডিয়া অ্যাওয়ার্ড জুরি বোর্ডের সদস্য একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর প্রমুখ।

এবার দুদক মিডিয়া অ্যাওয়ার্ডে ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন মাছারাঙা টেলিভিশনের বদরুদ্দোজা বাবু, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন চ্যানেল টোয়েন্টি ফোরের মুরছালিন হক জুনায়েদ এবং তৃতীয় পুরস্কার পেয়েছেন আরটিভির ফখরুল ইসলাম। প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন সমকালের হকিকত জাহান এবং দৈনিক সিলেটের ডাক পত্রিকার নুর আহমদ।