English Version
আপডেট : ২৯ মার্চ, ২০১৬ ০০:৫৭

কবর থেকে তনুর লাশ তোলার নির্দেশ

কুমিল্লা প্রতিনিধি:
ষ্টাফ রিপোর্টার
কবর থেকে তনুর লাশ তোলার নির্দেশ

ডিএনএ নমুনা সংগ্রহ, সুরতহাল তৈরি ও পুনঃময়নাতদন্তের জন্য কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ দিয়েছেন কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম। 

সোমবার বিকেলে হত্যাকাণ্ডের ৮ দিন পর মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি একেএম মঞ্জুরুল আলমের আবেদনের প্রেক্ষিতে তিনি এই আদেশ দেন। আদেশে আরো তনুর লাশ কবর থেকে উত্তোলনের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও কুমিল্লার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেয়া হয়েছে। 

এদিকে কুমিল্লা জেলা পুলিশ সূত্রে জানা যায়, আগামী দুই দিনের মধ্যে তনুর লাশ ওঠানো হতে পারে।

গত ২০ মার্চ রাতে ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে হত্যার পর লাশ তার সেনানিবাসের বাসার অদূরে একটি জঙ্গলে ফেলে রাখে দুর্বৃত্তরা। এ বিষয়ে তার পিতা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে পর দিন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।