English Version
আপডেট : ২৮ মার্চ, ২০১৬ ১৯:১২

রায়ের চূড়ান্ত কপি হাতে পেলে পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত

ষ্টাফ রিপোর্টার
রায়ের চূড়ান্ত কপি হাতে পেলে পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত
কামরুল ইসলাম ও আ ক ম মোজাম্মেল হক

আদালত অবমাননার দায়ে সাজাপ্রাপ্ত খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, নৈতিকতার কারণে পদত্যাগ করবেন কী না, সে বিষয়ে চূড়ান্ত রায়ের কপি হাতে পেলে জানাবেন।

সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলাদা আলাদাভাবে দুই মন্ত্রী এসব কথা জানান।

আদালতের রায়ের বিরুদ্ধে রিভিউ করবেন কী না? জানতে চাইলে মন্ত্রীদ্বয় বলেন, ‘আইন মেনেই আদালতের রায়ের ব্যাপারে আইনজীবীর মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমি সংবিধান এবং দলের প্রতি সব সময়ই আনুগত্যশীল। সংবিধান লঙ্ঘন হয় এমন কাজ কখনোই করিনি, করবও না। পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেলে আইনজীবীদের সঙ্গে আলাপ করে আমি পরবর্তী বিষয়ে সিদ্ধান্ত নেব।’

প্রসঙ্গত, প্রধান বিচারপতি এবং বিচারাধীন বিষয়ে বিরূপ মন্তব্য করায় ২৭ মার্চ খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন সুপ্রিম কোর্ট। আদালত বলেন, জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ড ভোগ করতে হবে দুই মন্ত্রীকে।