English Version
আপডেট : ২৮ মার্চ, ২০১৬ ১৯:০৮

সত্যের জয় অনিবার্য

নিজস্ব প্রতিবেদক
সত্যের জয় অনিবার্য
বর্তমানে যেসব কুচক্রি বাঙালির স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে বিকৃত করার ঘৃণ্য ষড়যন্ত্র করছে, তাদের উদ্দেশ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সত্যকে মিথ্যা দিয়ে সাময়িকভাবে ঢাকা যায়। কিন্তু সত্য ও সুন্দরের জয় চিরন্তন। সত্যের জয় অনিবার্য।
 
সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনের মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৬ উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
প্রতিমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আহ্বানে সাড়া দিয়ে দেশের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে বাংলার মানুষ। দীর্ঘ নয় মাস যুদ্ধ করে বুকের তাজা রক্ত দিয়ে তারা এ দেশ স্বাধীন করেছে। বাঙালির মতো এমন বীরের জাতি পৃথিবীতে আর কোথাও নেই। মায়ের ভাষা ও দেশের জন্য প্রাণ দেয়নি কোনো জাতি।
 
পলক বলেন, বাঙালির রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। ১৯৫২ সাল থেকে ১৯৭১ সাল একটা বিশেষ অধ্যায়। প্রতিটি দিন একেকটা ইতিহাস। ৩০ লাখ বাঙালির প্রাণের ইতিহাস। দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে তাজা রক্তে লেখা সে ইতিহাস। এ ইতিহাস কোনো দিন মুছে যাবার নয়।
 
প্রতিমন্ত্রী কবলেন, স্বাধীনতা সংগ্রামের মধ্যদিয়ে তৈরি হয়েছে বাঙালির এক সমৃদ্ধময় সংস্কৃতি। ভাষার সংস্কৃতি, সম্প্রীতি ও সোহার্দ্যের সংস্কৃতি।
 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলাম, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগমসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।