English Version
আপডেট : ২৮ মার্চ, ২০১৬ ১৫:২৬

সাজাপ্রাপ্ত দুইমন্ত্রীকে নিয়ে আলোচনা হয়নি

নিজস্ব প্রতিবেদক
সাজাপ্রাপ্ত দুইমন্ত্রীকে নিয়ে আলোচনা হয়নি
আদালত অবমাননার দায়ে সাজাপ্রাপ্ত খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে কোনো আলোচনা হয়নি। বৈঠক একাধিক মন্ত্রী একথা জানান। 
 
বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সর্বোচ্চ আদালত কর্তৃক দণ্ডিত হলেও দুই মন্ত্রী শপথ ভঙ্গ হয়নি। পদত্যাগের বিষয়টি তাদের ব্যক্তিগত। এবং নৈতিক বিষয় বলেও মত দেন আইনমন্ত্রী।
 
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আদালত নিয়ে খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর মন্তব্যের ব্যাপারে সরকারের শীর্ষ মহল বিরক্ত। তাদের এই বেশি কথার বিষয়টি সরকারের শীর্ষ মহল ভালোভাবে নেয়নি। দণ্ডিত হওয়ার পরে দুই মন্ত্রী পদত্যাগ করবেন কি না সাংবাদিকরা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এটি তাদের একান্ত ব্যক্তিগত। এবং নৈতিক বিষয়।
 
রোববার দণ্ডিত হওয়ার পর সোমবার বেলা ১১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন দুই মন্ত্রী। বৈঠক শেষে কামরুল ও মোজাম্মেলের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে, গত রোববার খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। নিঃশর্ত ক্ষমার আবেদন খারিজ করে দুই মন্ত্রীকে সাজা দেন এ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৮ সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। রায়ে দুই মন্ত্রীর প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাত দিনের মধ্যে এ টাকা পরিশোধ করতে হবে। অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়।