English Version
আপডেট : ২৮ মার্চ, ২০১৬ ১১:৫০

পূর্ব সুন্দরবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

বাগেরহাট প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
পূর্ব সুন্দরবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই নাংলী এলাকার গহীন বনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চাঁদপাই রেঞ্জ এলাকার ধানসাগর স্টেশনের নাংলি ফরেস্ট ক্যাম্প সংলগ্ন এলাকায় রোববার  রাত থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান ধানসাগর স্টেশনের বন সংরক্ষক সুলতান মাহমুদ। আজ সোমবার সকাল থেকে আগুনের তীব্রতা আরো ছড়িয়ে পড়েছে।

বাগেরহাটের মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান মাহমুদ।

তিনি বলেন, বন বিভাগের কর্মীরা রাতে বনের মধ্যে আগুনের কুণ্ডলি দেখতে পান।‘এরপর আশপাশের খাল থেকে পানি তুলে আগুন নেভানোর চেষ্টা করেও লাভ হয়নি। সকালে আগুন আরো ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা বনের মধ্যে রাস্তা কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে সুলতান মাহমুদ জানান।

বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের উত্তর ও উত্তর-পূর্বাংশের নিচু এলাকায় বসন্তের শেষ ও গ্রীষ্ম শুরুর মৌসুমে এর আগেও বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ড ঘটেছে।এ সময় তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে; নিয়ন্ত্রণ করাও কঠিন হয়।

অবশ্য বনের মধ্যে পচা পাতা থেকে তৈরি হওয়া মিথেনের স্তর জমে গেলে বনজীবীদের বিড়ি-সিগারেটের আগুন থেকেও আগুন লাগার সুযোগ থাকে বলে জানান বনকর্মকর্তা সুলতান মাহমুদ।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে ঘটনাস্থল পরিদর্শন শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও ঘটনা উদঘাটনে তদন্ত কমিটি গঠনসহ অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার সকালে ঘটনাস্থল ছুটে গেছেন সুন্দরবন বিভাগের পদস্থ কর্মকর্তারা।