English Version
আপডেট : ২৮ মার্চ, ২০১৬ ১১:২২

মন্ত্রিসভার বৈঠকে দণ্ডপ্রাপ্ত দুই মন্ত্রী

ষ্টাফ রিপোর্টার
মন্ত্রিসভার বৈঠকে দণ্ডপ্রাপ্ত দুই মন্ত্রী
আ ক ম মোজাম্মেল হক ও কামরুল ইসলাম

আদালত অবমাননার দায়ে দণ্ডিত খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছেন।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত এই দুই মন্ত্রী যোগ দিয়েছেন।

এরআগে আওয়ামী লীগের একটি বিশ্বস্ত সূত্র তাদের পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করলেও বিষয়টি এখনও স্পষ্ট হয়নি।

এদিকে গতকাল অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেন, এ মুহূর্তে বলা ঠিক হবে না। সংবিধানে এ ব্যাপারে বিস্তারিত বলা রয়েছে। তবে এটি নৈতিকতার প্রশ্ন। সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ২ এর ঘ অনুযায়ী, কোনও ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হইবার এবং সংসদ-সদস্য থাকিবার যোগ্য হইবেন না, যদি তিনি নৈতিক স্খলনজনিত কোনও ফৌজদারী অপরাধে দোষী সাব্যস্ত হইয়া কারাদণ্ডে দণ্ডিত হন। ৬৬ (২) ঙ অনুযায়ী, কোনও ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হইবার এবং সংসদ-সদস্য থাকিবার যোগ্য হইবেন না যদি তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীন যে কোনও অপরাধের জন্য দণ্ডিত হইয়া থাকেন।