English Version
আপডেট : ২৭ মার্চ, ২০১৬ ১৫:৪৯

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভুটানের বিদায়ী রাষ্ট্রদূত পেমা সেদান। রোববার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন সেদান।
 
প্রধানমন্ত্রী জানান,  ভুটান তাদের আমদানি রফতানি কাজে বাংলাদেশের মংলা বন্দর ব্যবহার করতে পারে। এ সময় বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ভুটানের বিদায়ী রাষ্ট্রদূত।
 
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রেস সচিব ইহসানুল করিম ছাড়াও কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।