English Version
আপডেট : ২৭ মার্চ, ২০১৬ ১০:২০

আদালত অবমাননা: খাদ্যমন্ত্রীর নতুন জবাব দাখিল

নিজস্ব প্রতিবেদক
আদালত অবমাননা: খাদ্যমন্ত্রীর নতুন জবাব দাখিল

আদালত অবমাননার মামলায় সুপ্রিমকোর্টের আপিল বিভাগে নতুন করে জবাব দাখিল করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

আজ রোববার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ তিনি এ জবাব দাখিল করেন।   এতে তিনি জানান, তার বক্তব্যের জন্য তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। ভবিষ্যতে তিনি এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকবেন বলে অঙ্গিকার করেন।   এর আগে ২০মার্চ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম নি:শর্ত ক্ষমাপ্রার্থনা করে আদালতে যে ব্যাখ্যা দিয়েছেন তা গ্রহণ করেনি আদালত। তাকে নতুন করে তার ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেয়া হয়।