English Version
আপডেট : ২৬ মার্চ, ২০১৬ ১৯:১৬

তনু হত্যার তদন্ত শুরু র‌্যাবের

নিজস্ব প্রতিবেদক
তনু হত্যার তদন্ত শুরু র‌্যাবের
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় পর্বের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা প্রসঙ্গ এনে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, র‌্যাব যে কোন ঘটনারই ছায়া তদন্ত করে। তনু হত্যাকান্ডের বিষয়টি নিয়েও র‌্যাব তদন্ত শুরু করেছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই এই বিষয়ে একটি ভাল খবর আসবে।
 
শনিবার সকালে রাজধানীর কুর্মিটোলা র‌্যাব সদরদপ্তরে অনুষ্ঠিত র‌্যাবের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও ৪৫তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই পরিকল্পনার কথা তিনি তুলে ধরেন।
 
জঙ্গী ও সন্ত্রাসবাদ দমন র‌্যাবের মৌলিক কাজ। তাই সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে র‌্যাব আগামী নতুন বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
 
অপরাধী শনাক্ত ও জঙ্গীবাদ দমনে র‌্যাবের গোয়েন্দা সক্ষমতার কথা উল্লেখ করে সংস্থার মহাপরিচালক বলেন, 'র‌্যাব সব ঘটনার তদন্ত করে না। শুধুমাত্র রাষ্ট্র ও সরকার অর্পিত নির্বাচিত ও চাঞ্জল্যকর মামলাগুলো তদন্ত করে থাকে।
 
র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশে জঙ্গী ও সন্ত্রাসবাদ দমনের জন্য কাজ করছে উল্লেখ করে বেনজির বলেন, আজ থেকে ১২ বছর আগে স্বাধীনতা দিবসের এই দিনে বিশেষায়িত সংস্থা হিসেবে র‌্যাব আত্মপ্রকাশ করেছে। দেশের মানুষের সহযোগিতায় এতটা পথ পাড়ি দিয়ে র‌্যাব আজ এই পর্যায়ে এসেছে। তিনি দেশবাসীর কাছে ভবিষ্যতেও এই ধরণের সহযোগিতা আশা করেন ।