English Version
আপডেট : ২৫ মার্চ, ২০১৬ ১৮:২৮

রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করা হলে দেশ অচলের হুঁশিয়ারি

ষ্টাফ রিপোর্টার
রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করা হলে দেশ অচলের হুঁশিয়ারি
বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হওয়া হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

ঢাকা: রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করা হলে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা। শুক্রবার বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ পরবর্তী সমাবেশে তারা এ ঘোষণা দেন।

হেফাজতে ইসলামের নেতারা বলেন, নেপালের রাষ্ট্রধর্ম হিন্দু হতে পারলে, মার্কিন প্রেসিডেন্ট বাইবেলে হাত রেখে শপথ নিতে পারলে ৯০ শতাংশ মুসলমানের দেশে রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে সমস্যা কোথায়-এমন প্রশ্ন রেখে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করা হলে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।

নেতারা আরো বলেন, রাষ্ট্রধর্ম বাতিল করা হলে সেই দিন থেকেই সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। দেশে রাষ্ট্রভাষা থাকলে রাষ্ট্রধর্মও থাকতে পারে।

হেফাজতে ইসলাম ঢাকা মহানগর আহ্বায়ক আল্লামা নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের সদস্য সচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম-আহ্বায়ক মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুর রকিব, মাওলানা মুজিবুর রহমান হামেদি, ড. আহমদ আব্দুল কাদের প্রমুখ।

এরআগে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিল পুরানা পল্টন ও দৈনিক বাংলা মোড় ঘুরে আবার বায়তুল মোকাররমের গেটি গিয়ে সমাবেশ করে। এতে বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।