English Version
আপডেট : ২৪ মার্চ, ২০১৬ ১৮:২৬

দ্রুত অপরাধীদের অাইনের অধীনে অানা হবে

নিজস্ব প্রতিবেদক
দ্রুত অপরাধীদের অাইনের অধীনে অানা হবে
সাম্প্রতিক দু’একটি বিচ্ছিন্ন ছিনতাইয়ের ঘটনার কথা উল্লেখ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, এসব ঘটনায় জড়িতদের আটকে পুলিশ তদন্ত করছে। দ্রুততম সময়ের মধ্যেই অপরাধীদের আইনের আওতায় আনা হবে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের সদর দফতরের সম্মেলন কক্ষে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে ডিএমপিকে একটি অ্যাম্বুলেন্স প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন।
 
এক প্রশ্নের জবা‡বে ডিএমপি কমিশনার বলেন, সম্প্রতি রাজধানীতে মোবাইল ব্যাংকিং বিকাশের টাকা ছিনতাইয়ের ঘটনায় বিকাশ কর্মকর্তারা জড়িত কীনা তা ঢালাওভাবে বলা যাচ্ছে না। এ ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, টাকা স্থানান্তর করার সময় পুলিশের সহযোগিতা নেয়ার কথা সবসময়ই বলা হচ্ছে। ডিএমপি কমিশনার বলেন, জনগণের সঙ্গে ব্যবধান কমিয়ে আনতে আমরা বিট পুলিশিং চালু করে মানুষের দোরগোড়ায় যাচ্ছি। এছাড়া উঠান বৈঠক করে সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড দূর করার চেষ্টা করা হচ্ছে। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন) একটি অ্যাম্বুলেন্স ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়ার কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের চেয়ারম্যান আকরাম হোসেন বক্তৃতা করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান,মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এস.এম আহসান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান।