English Version
আপডেট : ২৪ মার্চ, ২০১৬ ১৭:৪০

‘আইনসম্মতভাবে গুলি চালিয়েছে বিজিবি’

ষ্টাফ রিপোর্টার
‘আইনসম্মতভাবে গুলি চালিয়েছে বিজিবি’

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ দাবি করেছেন ২২ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজিবি সদস্যরা বেআইনিভাবে কোনো গুলি চালায়নি। তারা প্রতিটি গুলি আইনসম্মতভাবে চালিয়েছিল।   বৃহস্পতিবার রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক এ দাবি করেন।

তিনি বিষয়টির ব্যাখ্যা দিয়ে বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁর বাহিনী গুলি চালাতে বাধ্য হয়েছিল। আর গুলি চালানোর ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া মেনে চলা হয়েছে।   আজিজ আহমেদ বলেন, ‘তখন রাত ছিল। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির কাছে আর কোনো উপায় ছিল না। বিজিবি গুলি চালাতে বাধ্য হয়েছিল। গুলি চালানোর ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া মেনে চলা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের নির্দেশে গুলি করা হয়েছে।   ২২ মার্চ ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ধানীসাফা ইউনিয়নের সাফা ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে পাঁচজন নিহত হন। আহত হন ২০-২৫ জন। এই ঘটনায় গতকাল বুধবার অজ্ঞাত ১৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে মঠবাড়ীয়া থানার পুলিশ।