English Version
আপডেট : ২৩ মার্চ, ২০১৬ ১৩:৫২

‘দুই দেশের সম্পর্কের নতুন দুয়ার উন্মচিত হল’

ষ্টাফ রিপোর্টার
‘দুই দেশের সম্পর্কের নতুন দুয়ার উন্মচিত হল’

বাংলাদেশ-ভারতের মধ্যে ত্রিপুরা থেকে ১শ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি কার্যক্রমের উদ্বোধন করলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের ত্রিপুরা থেকে বিদ্যুৎ আমদানি এবং বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ রফতানির মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে আরেকটি মাইলফলক স্থাপন হলো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

 বুধবার সকালে গণভবন থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দিল্লিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন। 

সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। একই সাথে সূচনা হয়, বাংলাদেশ থেকে ত্রিপুরায় ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানি কার্যক্রমেরও। এ অঞ্চলকে দারিদ্রমুক্ত করতে, বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগের ওপর জোর দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশা করেন, এতে দু' দেশের দ্বিপাক্ষিক সর্ম্পক আরো মজবুত হবে। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, জল-স্থল-মহাশূন্য সবখানেই একসাথে কাজ করতে আগ্রহী তারা।