English Version
আপডেট : ২২ মার্চ, ২০১৬ ২০:১৭

শান্তিপূর্ণভাবে ভোট অুনষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক
শান্তিপূর্ণভাবে ভোট অুনষ্ঠিত হয়েছে

প্রথম ধাপের ৭১২ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অুনষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকীবউদ্দিন আহমদ।

মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) মিডিয়া সেন্টারে ভোটগ্রহণ শেষে নির্বাচনের পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

সিইসি বলেন, দেশে ৭১২ ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটারদের ব্যাপাক অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিলো বেশি। ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে এসেছেন। ভোট দিয়ে ফিরে গেছেন। তবে যে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তা দুঃখজনক। বেশ কিছু কেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটেছে। সেসব কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হয়েছে। গত রাতেও কিছু বেআইনী কার্যক্রম হয়েছে। এসব ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, বেআইনী কার্যক্রমের জন্য ৫৬টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। নির্বাচনকে গ্রহণযোগ্য বলা যাবে কি না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, অবশ্যই নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে বলা যাবে।

তিনি বলেন, কিছু জায়গায় গোলযোগ-সংর্ঘষ হয়েছে, পুলিশ সেসব জায়গায় প্রতিরোধ করলো না। আমরা এগুলো দেখছি। রাতেও এসব বিষয়ে কিছু অ্যাকশন নেয়া হবে।

নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন কত শতাংশ ভোট পড়েছে এটা এখনেই বলা যাবে না। তবে ভোটার উপস্থিতি দেখে মনে হচ্ছে বেশ সংখ্যক ভোট পড়েছে।