English Version
আপডেট : ২২ মার্চ, ২০১৬ ১৫:২২

ভাড়াটিয়ার তথ্য সংগ্রহের বিরুদ্ধে ফের রিট

নিজস্ব প্রতিবেদক
ভাড়াটিয়ার তথ্য সংগ্রহের বিরুদ্ধে ফের রিট

ভাড়াটিয়ার তথ্য সংগ্রহে পুলিশের জারিকৃত বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে ফের রিট আবেদন করা হয়েছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের তিন আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা, এস এম এনামুল হক ও অমিত দাস গুপ্ত হাইকোর্টে এ রিট আবেদন করেন।

চলতি সপ্তাহে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাইদুল হকের ডিভিশন বেঞ্চে আবেদনের ওপর শুনানি হতে পারে।

রিটে বলা হয়, ঢাকা মহানগর পুলিশ বিধিমালা-২০০৬ এর ৪ খ ধারায় বলা হয়েছে, মহানগরীর কোনো এলাকাতে কোনো অপরাধ ঘটলে পুলিশ দ্রুত যেকোনো পদক্ষেপ নিতে পারে। এই বিধান বলে বাড়ির মালিকের মাধ্যমে ভাড়াটিয়ার ব্যক্তিগত যাবতীয় তথ্য চেয়ে ফর্ম বিলি করা হয়েছে।

কিন্তু এই বিধানের ক্ষমতা বলে একজন ব্যক্তির সকল ব্যক্তিগত তথ্য পুলিশ চাইতে পারে না। কারণ ওই ধারায় বলা হয়েছে, কোনো অপরাধ সংঘটিত হলে পুলিশ দ্রুত যেকোনো পদক্ষেপ নিতে পারবে।

রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার অনীক আর হক জানান, ব্যক্তিগত তথ্য নেয়ায় নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, যা সংবিধানের সাংঘর্ষিক। এর আগে গত ১৩ মার্চ ঢাকা মহানগর এলাকায় বাড়ির মালিকদের মাধ্যমে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের কার্যক্রম বন্ধ করার নির্দেশনা চেয়ে অপর একটি রিট খারিজ করে দেন হাইকোর্ট।