English Version
আপডেট : ২২ মার্চ, ২০১৬ ১০:১৩

ইউপি নির্বাচনে অসহায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা, ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক
ইউপি নির্বাচনে অসহায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা, ভোটগ্রহণ চলছে

দেশের ৩৪ জেলার ৭৩৪টি ইউনিয়ন পরিষদে প্রথমবারের মতো দলীয় প্রতীকে ভোটগ্রহণ চলছে। তবে নির্বাচন শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যেই অসহায়ত্ব প্রকাশ করতে শুরু করেছেন বিএনপির অনেক প্রার্থী। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন। কেন্দ্র থেকে সমর্থকদের বের করে দেওয়া, এজেন্টকে ঢুকতে না দেওয়া, নৌকা প্রতীক ছাড়া ভোট দিতে না দেওয়াসহ বিভিন্ন অভিযোগ করেছেন তাঁরা। প্রশাসন সব দেখেও না দেখায় অসহায়বোধ করছেন বলেও জানিয়েছেন।

মঙ্গলবার সকাল ৮ টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। এদিকে আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদের ভিত্তিতে দেশের বিভিন্ন জেলার নির্বাচন চিত্র ফুটে উঠেছে-

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের তোরাপগঞ্জে ভোট কেন্দ্র দখল নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।এঘটনায় কমপক্ষে ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বরিশাল: বরিশালের কড়াপুরে জালভোটকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সকালে ভোটগ্রহনের শুরুতেই এক পক্ষ জাল ভোট দিতে গেলে অপরপক্ষ বাধা প্রদান করে। আর এ জালভোট দেয়াকে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটে।  

খুলনা: খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট শুরুর আগেই নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ পাওয়া গেছে। বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা মফিজুর রহমান অভিযোগ করেন, ডুমুরিয়া মাজিদিয়া আলীয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট শুরুর আগেই এক পোলিং অফিসারকে নৌকা প্রতীকে সিল মারতে দেখা গেছে। এ সময় তাঁর পাশে দুই বহিরাগত ছিলেন বলেও জানান তিনি। এ বিষয়ে প্রিজাইডিং অফিসার সৈয়দ জসিম উদ্দিন বলেন, ‘ভোটগ্রহণ শুরু হলে এবং পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোট নেয়া হয়। কিন্তু কেউ যদি তার আগেই ব্যালটে সিল মারে তা আইনের লঙ্ঘন।’ ডুমুরিয়া উপজেলা সদর ইউনিয়নে এবার বিএনপির মোল্লা মোফিজুর রহমান, আওয়ামী লীগের এসএম হুমায়ুন কবীর বুলু, ইসলামী শাসনতন্ত্রের মুফতী আজিজুল ইসলাম এবং দুই স্বতন্ত্র প্রার্থী আবদুস সালাম ও রেজাউর রহমান চেয়ারম্যান পদের জন্য নির্বাচনে অংশ নিয়েছেন।

সাতক্ষীরা: সংঘাত-সংঘর্ষ ও ভোটকারচুপিকে কেন্দ্র করে কুমিরা ইউনিয়নের ভাগবহা, অভয়তলা ও দাদপুর কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ভোরে কুমিরার রুহুল কুদ্দুস ও রুবেল শেখ নামের দুই যুবক কয়েক জনকে সঙ্গে নিয়ে ভাগবহা ভোট কেন্দ্রে ঢুকে প্রিসাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট কেড়ে নিয়ে সিল মারার চেষ্টা করে। এতে বাধা দিলে তারা মারমুখি হয়ে ওঠে। পুলিশের সঙ্গেও তারা বাক-বিত-ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুড়লে দু’জন আহত হন। পরে তিনটি কেন্দ্রেই ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।

ভোলা: ভোলায় ভোট কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ: ৬ জনকে কুপিয়ে জখম ।

সাতক্ষীরা তালা: সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়নে নৌকা প্রতীকে জালভোট দেওয়ার সময় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস ও তার ছোট ভাই রুহুল আমিন পুলিশের গুলিতে আহত হয়েছেন। গুলিবিদ্ধদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কুমিরা ইউনিয়নের ভাগবাহ ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

সাতক্ষীরার কলারোয়া: উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী আসলামুল হক গভীর রাতে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে জোর করে ব্যালট নিয়ে বাক্স ভর্তি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ প্রসঙ্গে প্রিজাইডিং অফিসার গৌতম ঘোষ বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

বরিশাল: বরিশালের কড়াপুরে জালভোটকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।এঘটনার জের ধরে একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।মঙ্গলবার সকালে ভোটগ্রহনের শুরুতেই এক পক্ষ জাল ভোট দিতে গেলে অপরপক্ষ বাধা প্রদান করে। আর এ জালভোট দেয়াকে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটে।  

শেরপুর: শেরপুরের কলসপুরে একটি কেন্দ্রে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোটগ্রহণের শুরুতেই এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।