English Version
আপডেট : ২২ মার্চ, ২০১৬ ০৯:৪৭

এবার জনতা ব্যাংকের ২ কোটি টাকা চুরি

অনলাইন ডেস্ক
এবার জনতা ব্যাংকের ২ কোটি টাকা চুরি

এবার রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের দিলকুশার লোকাল অফিসের রাজিব নামে এক কর্মকর্তা বিরুদ্ধে এফডিআরের অর্থ তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই কর্মকর্তার বাসা থেকে ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা বস্তাভর্তি ৭৮ লাখ টাকা উদ্ধার করেছে। তার বিরুদ্ধে ব্যাংকের নগদ দুই কোটি টাকা চুরির অভিযোগ উঠেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দেশে যখন তোলপাড় চলছে ঠিক তখনই ঘটল এ ঘটনা।

জানা গেছে, জনতা ব্যাংকের মতিঝিল লোকাল শাখার কর্মকর্তা রাজিব হাসান ব্যাংকের প্রায় দুই কোটি টাকা আত্মসাত করেন। ব্যাংকের ভাউচারে গরমিল দেখা দিলে রাজিবের ব্যাপারে সন্দেহ হয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের। সন্দেহ গাঢ় হলে ব্যাংকের লোকজন রাজিবের বাসায় যায় গতকাল সন্ধ্যায়। এসময় তার বাসা থেকে চটের বস্তা ভর্তি ৭৮ লাখ টাকা পায় কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, এফডিআরের জমার বিপরীতে গ্রাহককে প্রদেয় মুনাফার কিছু অংশ নিজের হিসাবে নিয়েছেন রাজীব হাসান। এছাড়া গ্রাহককে যে পরিমাণ মুনাফা প্রদান করার কথা তার চেয়ে অনেক বেশি পরিমাণ টাকার ভাউচার করে অতিরিক্ত অংশ নিজের অ্যাকাউন্টে জমা করেছেন। গ্রাহকের জমাকৃত টাকা ্ব্যাংকে জমা না দিয়ে আত্মসাত্ করেছেন তিনি। এভাবে দীর্ঘদিন ধরে টাকা আত্মসাতে লিপ্ত ছিলেন রাজীব হাসান। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার চরভদ্রাসন থানায়। তিনি পাঁচ বছর আগে জনতা ব্যাংকে যোগদান করেন বলে জানা গেছে।

বাকি টাকা উদ্ধার করতে ব্যাংক কর্মকর্তারা অনুসন্ধান চালাচ্ছেন বলে জানা গেছে। গতকাল রাজিবকে ব্যাংকে আটকে রাখেন তার ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোন মামলা হয়নি। ব্যাংক পাড়ায় টাকা চুরির এ ঘটনা এখন নতুন আলোচনার জন্ম দিয়েছে।