English Version
আপডেট : ২১ মার্চ, ২০১৬ ০০:০৪

তিতাস গ্যাসের এমডিকে অপসারণ করা হয়েছে

অনলাইন ডেস্ক
তিতাস গ্যাসের এমডিকে অপসারণ করা হয়েছে

দায়িত্বে অবহেলা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এমডি (ভারপ্রাপ্ত) নওশাদ ইসলামকে অপসারণ করা হয়েছে। 

আজ রোববার (২০ মার্চ) পেট্রোবাংলার উপ-ব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি আরো জানান, তিতাস গ্যাসের জিএম (ভিজিলেন্স) মীর মশিউর রহমানকে ভারপ্রাপ্ত এমডি’র  দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া নওশাদ ইসলামকে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে পেট্রোবাংলা সূত্র জানিয়েছে।

১৮ মার্চ বনানীতে গ্যাস বিস্ফোরণে একটি বাসার ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় সমালোচনার মুখে তিতাসের এমডিকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া গ্যাসের অবৈধ সংযোগ প্রদানসহ তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল।