English Version
আপডেট : ২০ মার্চ, ২০১৬ ১৮:৫১

জিল্লুর রহমানের তৃত্বীয় মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক
জিল্লুর রহমানের তৃত্বীয় মৃত্যুবার্ষিকী আজ

আজ সাবেক রাষ্ট্রপতি, বঙ্গবন্ধুর সহচর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জিল্লুর রহমানের ৩য় মৃত্যুবার্ষিকী। ২০১৩ সালের এই দিনে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান তিনি।

এ নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভৈরবসহ ঢাকার গুলশানস্থ বাসভবনে মিলাদ ও কোরআন খানির আয়োজন করা হয়েছে। ভৈরব উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিকালে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সরকারিভাবেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

১৯২৯ সালের ৯ মার্চ ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জিল্লুর রহমান জন্মগ্রহণ করেন। ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্সসহ এলএলবি ডিগ্রি লাভ করেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনসহ ১৯৬৯ পর্যন্ত পাকিস্তানিদের বিরুদ্ধে তিনি বঙ্গবন্ধুর সঙ্গে লড়াই, সংগ্রাম ও আন্দোলনে অংশগ্রহণ করেন।

জিল্লুর রহমান ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এর আগে আওয়ামীলীগ ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে তিনি স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়াও আওয়ামীলীগের ৫বার সাধারণ সম্পাদক ও ভৈরব-কুলিয়ারচর এলাকায় ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।