English Version
আপডেট : ২০ মার্চ, ২০১৬ ১৭:৪৬

নৌপরিবহনমন্ত্রী :৩১ মার্চের পর হাজারীবাগে কাঁচা চামড়া ঢুকবে না

নিজস্ব প্রতিবেদক
 নৌপরিবহনমন্ত্রী :৩১ মার্চের পর হাজারীবাগে কাঁচা চামড়া ঢুকবে না

আগামী ৩১ মার্চের পর রাজধানীর হাজারীবাগে কোনো কাঁচা চামড়া ঢুকতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান। আজ রবিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান। নৌমন্ত্রী বলেন, ‘নদী দূষণের জন্য চামড়াই দায়ী। যেকোনো মূল্যে নদী দূষণ বন্ধ করতে আমরা বদ্ধপরিকর।’ তিনি আরও বলেন, ঢাকায় বসবাসের উপযুক্ত পরিবেশ ধরে রাখতে হলে নদীকে দখলমুক্ত করার বিকল্প নেই। নদী দূষণ বন্ধ করতে নৌবাহিনীকে একটি বিশেষ কর্মপরিকল্পনা করার দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানান নৌমন্ত্রী।