English Version
আপডেট : ২০ মার্চ, ২০১৬ ১৫:৩৩

প্রার্থীরা গোলযোগ করলে প্রার্থিতা বাতিল: আইজিপি

নিজস্ব প্রতিবেদক
প্রার্থীরা গোলযোগ করলে প্রার্থিতা বাতিল: আইজিপি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীরা গোলযোগ করলে তাদের প্রার্থিতা বাতিলের হবে। পাশাপাশি বাতিল করা হবে কেন্দ্রও বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। 

রোববার পুলিশ সদর দফতরে ইউপি নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক এক সভায় তিনি এসব বলেন। 

তিনি বলেন, মিথ্যা মামলা মাধ্যমে পুলিশ দিয়ে কাউকে হয়রানি করবে না। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো দলীয় প্রার্থীকে জেতাতে নয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেজন্য কাজ করবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আইজিপি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১ লাখ ৮০ হাজার সদস্য নিয়োজিত থাকবেন। এর মধ্যে ৪০ হাজার পুলিশ, ৯ হাজার র‌্যাব সদস্য, ৯ হাজার বিজিবি সদস্য, ৪ হাজার আনসার সদস্য ও লক্ষাধিক নিয়মিত আনসার সদস্য নিয়োজিত থাকবেন।

শহীদুল হক বলেন, ইসি’র তফসিল ঘোষণার পর থেকে রোববার পর্যন্ত সারাদেশে ২০৮টি সহিংসতার ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন ৭ জন। আহত হয়েছেন ৫৮০ জন, এসব ঘটনায় মামলা হয়েছে ১৪৩টি, থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে ৫৫টি ও আটক করা হয়েছে ৯৫ জনকে।