English Version
আপডেট : ২০ মার্চ, ২০১৬ ১৫:১৯

এফবিআই সিআইডি রুদ্ধদার বৈঠক

ষ্টাফ রিপোর্টার
এফবিআই সিআইডি রুদ্ধদার বৈঠক

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় তদন্তকারী সংস্থা সিআইডির সঙ্গে রুদ্ধদার বৈঠক করছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের একটি দল।   আজ রোববার (২০ মার্চ) দুপুর ২টায় সিআইডির কার্যালয়ে প্রবেশ করেন এফবিআইয়ে সদস্যরা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (অর্গানাইজড ক্রাইম) মির্জা আব্দুল্লাহেল বাকী।   এদিকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবির তার প্রথম কার্যদিবসের শুরু করে সাংবাদিকদের জানান, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া ৮১ মিলিয়ন ডলার উদ্ধারই প্রথম কাজ হবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিভার্জ ব্যাংকের একাউন্ট হ্যাক করে ফিলিপাইন ও শ্রীলঙ্কায় পাঠিয়ে দেয়া হ্যাকারা। এই ঘটনা প্রকাশের পর তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।