English Version
আপডেট : ২০ মার্চ, ২০১৬ ১০:৪০

‘দুই মন্ত্রীই শপথ ভঙ্গ করেছেন’

নিজস্ব প্রতিবেদক
‘দুই মন্ত্রীই শপথ ভঙ্গ করেছেন’

বিচারাধীন বিষয়ে মন্তব্য করে দুই মন্ত্রীই শপথ ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। যেকোনো ব্যক্তি যতই ক্ষমতাবান হোন না কেন, আইন তার নিজস্ব গতিতে সোজা পথে চলবে।   আদালত অবমাননায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ব্যাখ্যার বিষয়ে আগামী ২৭ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

আজ রোববার (২০ মার্চ) সকালে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে নয় সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি শেষে এই দিন ধার্য করেন।

প্রধান বিচারপতির সঙ্গে পূর্ণাঙ্গ বেঞ্চে আছেন-বিচারপতি আবদুল ওয়াহাব মিয়া, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মো. ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি নিজামুল হক নাসিম, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি বজলুর রহমান।

এর আগে উচ্চ আদালতের তলবে সকাল ৯টার দিকে কামরুল ইসলাম ও মোজাম্মেল হক আদালতে হাজির হন। তাদের উপস্থিতিতে শুনানি শুরু হলে প্রধান বিচারপতি বলেন, যে কোনো ব্যক্তি যতই ক্ষমতাবান হোন না কেন, আইন তার নিজস্ব গতিতে সোজা পথে চলবে।