English Version
আপডেট : ২০ মার্চ, ২০১৬ ০৮:৫০

দেশের প্রথম নিউরোসার্জন রশিদ আর নেই

ষ্টাফ রিপোর্টার
দেশের প্রথম নিউরোসার্জন রশিদ আর নেই

দেশের প্রথম নিউরোসার্জন রশিদ উদ্দিন আহমদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯।

শনিবার রাত ৮টার দিকে মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে রশিদ উদ্দিন আহমদের মেয়ে রাশিদা আহমদ জানান।   ৯ ফেব্রুয়ারি এমেরিটাস অধ্যাপক রশিদ উদ্দিনের স্ট্রোক হয়েছিল। এরপর থেকে তিনি কোমায় ছিলেন।   আজ রোববার সকাল ১০টায় বিএসএমএমইউতে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষ নরসিংদীর গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে রশিদ উদ্দিনের মেয়ে জানিয়েছেন।