English Version
আপডেট : ১৯ মার্চ, ২০১৬ ০১:০৫

সততার কারণেই দেশ এগিয়ে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক
 সততার কারণেই দেশ এগিয়ে যাচ্ছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,সততাই শক্তি। সততা থাকলে জোর গলায় কথা বলা যায়। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করা যায়। সততার কারণেই আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করে পদ্মা সেতুর মতো বিশাল প্রকল্প নিজস্ব অর্থায়ন বাস্তবায়ন করতে পারছি ওই একটা কারণ সততা। 

শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধুর ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সততার সাথে কাজ করলে কোন ষড়যন্ত্রই বাধা হয়ে দাঁড়াতে পারে নাও।  তাই সততার সাথে দেশবাসীকে কাজ করার আহ্বান জানান তিনি। 

দেশের সার্বিক উন্নয়ন কাজ চালিয়ে নেয়ার পাশাপাশি ২ লাখ ৮০ হাজার গৃহহীন মানুষের আবাসন তৈরীও প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্বরণ করে বলেন, তিনি (বঙ্গবন্ধু)  একটি কথা বলতেন ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। আমরা কারও কাছে হাত পেতে চলতে চাই না। আমরা নিজের পায়ে দাঁড়াব। মাথা উঁচু করে চলব।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে উঠে আসে জাতির জনকের সংগ্রামী জীবনের বিভিন্ন দিক। তিনি বলেন, বাংলার মানুষের মুক্তি নিশ্চিত করতে কখনো নীতির সাথে আপোষ করেননি তিনি।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেছিলেন, এই সরকারকে না হটিয়ে ঘরে ফিরবেন না। ৯২ দিন নিজের কার্যালয়ে বসে ৬৮ জন মানুষকে পোড়াল। এভাবে মানুষ পোড়ালে আল্লাহও নারাজ হন, এটা তার জানা উচিত ছিল। নাকে খত দিয়ে তাকে ঘরে ফিরতে হয়েছিল।