English Version
আপডেট : ১৮ মার্চ, ২০১৬ ১৮:১৫
রিজার্ভ চুরি

রোববার সিআইডি-এফবিআই বৈঠক

অনলাইন ডেস্ক
রোববার সিআইডি-এফবিআই বৈঠক

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-এফবিআই-এর ঢাকায় আগত তদন্তদল আগামী রোববার এ বিষয়ে দ্বিপাক্ষিক একটি বৈঠক করবে।   এরআগে এক সংবাদ সম্মেলনে সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছিল, শুক্রবার এফবিআইয়ের তদন্তকারী দলের সঙ্গে সিআইডির বৈঠকের কথা ছিলো। তবে দিনটি সরকারি ছুটির শিডিউল পরিবর্তন করে রোববার বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়েছে।   সিআইডির বিশেষ পুলিশ সুপার মির্জা আবদুল্লাহ হেল বাকি বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে সরে যান ড. আতিউর রহমান। এছাড়া দুই ডেপুটি গভর্নরকেও অব্যাহতি দেয়া হয়।