English Version
আপডেট : ১৮ মার্চ, ২০১৬ ১২:৩৬

‘জুনে ঢকা-ময়মনসিংহ চার লেনের উদ্বোধন’

অনলাইন ডেস্ক
‘জুনে ঢকা-ময়মনসিংহ চার লেনের উদ্বোধন’

আগামী জুন মাসেই ঢকা-ময়মনসিংহ চার লেন আনুষ্ঠানিক উদ্বোধন করা সম্ভব হবে বলে আশাবাদ প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকা-ময়মনসিংহ চার লেনের সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে ভরাডোবা নামক স্থানে সাংবাদিকদের মন্ত্রী এ তথ্য জানান। এসময় স্থানীয় সংসদ সদস্য, নির্মাণ কাজ সংশ্লিষ্ট সেনা কর্মকর্তা, সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘গত জুন মাসে ঢকা-ময়মনসিংহ চার লেনসড়ক নির্মাণ কাজ উদ্বোধন করার কথা ছিলো। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের গফলতির কারণে এই বিলম্ব হয়েছে। তাদের  কালো তালিকাভুক্ত করা হয়নি, তবে তাদের অন্য কোথাও কাজ করতে দেওয়া হচ্ছে না। এটাও বড় শাস্তি। তারা মামলা করেছিল, হেরে গেছে। চলমান কাজ শেষ হলে তাদের বিরুদ্ধে আরো ব্যবস্থা নেওয়া হবে।’