English Version
আপডেট : ১৮ মার্চ, ২০১৬ ১২:০৩

‘বিমানের কাজ পেতে চাপ দিচ্ছে জাপান’

নিজস্ব প্রতিবেদক
‘বিমানের কাজ পেতে চাপ দিচ্ছে জাপান’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজ পেতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জাপানের পক্ষ থেকে চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছেন বেসামরিক ব্মিান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

বুধবার জাপান ও বাংলাদেশের মধ্যে আলোচনায় তৃতীয় টার্মিনাল নিয়ে কাজের আগ্রহ প্রকাশ করে জাপান। বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ ইতোমধ্যেই চীনকে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তাই শেষ মুহূর্তে জাপানের এমন প্রস্তাবকে চাপ বলে উল্লেখ করেন বিমানমন্ত্রী।

মেনন বলেন, ‘সবাই আমাদের চাপে রাখতে চায়। জাপান তো আগে প্রস্তাব দেয়নি। এখন তারা শেষমুহূর্তে এসেছে। আমি তো আমার স্বার্থ দেখব। আমাদের এটা ১৮-১৯-এর (২০১৮-১৯) মধ্যে শেষ করতে হবে। তারা বলছে, তারা ২১-এর (২০২১) পরে গিয়ে শেষ করবে। আমি তো সেটা মানব না। দুই বছরের মধ্যে যে পিরিয়ডটা যাবে, তাতে যে ইন্টারেস্ট রেট হবে, তাতে একই জিনিস পড়ে যাবে। এখন যদি সরকার বদলাতে চায়, ফরেন মিনিস্ট্রি বদলাতে চায় সেটা তার দায়িত্ব। তবে মন্ত্রণালয় কোনো চাপের কাছে নতিস্বীকার করবে না।

এছাড়া বিমানবন্দরের নিরাপত্তায় কার্গো শাখার কাজ যুক্তরাজ্যভিত্তিক একটি কোম্পানিকে দেওয়া হচ্ছে। বিমানমন্ত্রী আশা করছেন, যুক্তরাজ্যের কার্গো চলাচলে নিষেধাজ্ঞা ৩১ মার্চের আগেই সমাধান হয়ে যাবে।

প্রসঙ্গত, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হেন্ডেলিংয়ে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আগেই অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা আরোপ করে। তার চার মাসের ব্যবধানে এবার যুক্তরাজ্যের কার্গো চলাচলে নিষেধাজ্ঞার করল।