English Version
আপডেট : ১৮ মার্চ, ২০১৬ ০৯:৪৯

রির্জাভ চুরি: তদন্তে নামছে এফবিআই

অনলাইন ডেস্ক
রির্জাভ চুরি: তদন্তে নামছে এফবিআই

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরির ঘটনা তদন্ত করতে আজ ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই’র সদস্যরা।

শুক্রবার তারা সিআইডির সঙ্গে তদন্তে নামবেন বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তা মানিক মেহেদী।

এরআগে বৃহস্পতিবার সিআইডির এএসপি মানিক মেহেদী বলেন, ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের  (এফবিআই) সহায়তা চাওয়া হয়। তারাও ঘটনা তদন্তে আগ্রহ দেখায়। এ কারণে তাদের ৩ থেকে ৫ জনের একটি দল এখানে আসছে। শুক্রবার সকাল থেকে কাজ শুরু করবেন।

নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০ কোটি ১০ লাখ ডলার বা প্রায় ৮০০ কোটি টাকা চুরি হয়। এর মধ্যে ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের আরবিসি ব্যাংকের একটি শাখার পাঁচটি অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়। সেই অ্যাকাউন্ট থেকে অর্থ তুলে নেয় দুর্বৃত্তরা। ২ কোটি ডলার স্থানান্তরিত হয় শ্রীলঙ্কার ব্যাংকে। এই টাকার প্রায় পুরোটাই উদ্ধার করা সম্ভব হয়েছে।

রির্জাভ চুরির ঘটনায় তীব্র সমালোচনার মুখে প্রধানমন্ত্রীর কাছে নিজের পদত্যাগপত্র জমাদেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড.আতিউর রহমান। এছাড়া দুই ডেপুটি গভর্নর সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে চাকরিচ্যুত ও ওএসডি করা হয়।