English Version
আপডেট : ১৮ মার্চ, ২০১৬ ০৯:২৬

বনানীতে আবাসিক ভবনে আগুন, আহত ২০

নিজস্ব প্রতিবেদক
বনানীতে আবাসিক ভবনে আগুন, আহত ২০

রাজধানীর বনানী এলাকায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ভবনের ছাদের ওপর কমপক্ষে ২৫ জন আটকা পড়েন। তাদের মধ্যে দুইজনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে বনানীর ২৩ নম্বর রোডের ৯ নম্বর বাড়িতে এ আগুন লাগে। আগুনের খবর পেয়ে সেখানে ১৩টি ইউনিট পাঠানো হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম।

প্রথমে ভবনের দুই, তিন, পাঁচ ও সাত তলায় আগুন জ্বলতে দেখা যায়। আতঙ্কিত অনেকেই ভবনের ছাদে অবস্থান নেন।

রাত সোয়া দুইটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের ভেতরে ঢোকা শুরু করেন। আড়াইটার দিকে অন্তত ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিসের কর্মীরা একে একে ভবনের ভেতর ঢুকে ছাদে আটকে পড়াদের উদ্ধার করতে শুরু করে। রাত তিনটার দিকে ছাদ থেকে অন্তত ২৫ জনকে নিরাপদে উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয়। হুড়োহুড়িতে তাদের অনেকেই আহত হয়েছেন। বিকট শব্দে বিস্ফোরণের পর ভবনটির দরজা জানালা উড়ে গেছে। আহতরা সবাই ওই ভবনে বাসিন্দা। দীর্ঘ ৩ঘন্টার চেষ্টা ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

রাত থেকে ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ পর্যবেক্ষণ করছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। ধারনা করা হচ্ছে, গ্যাস পাইপ লাইন থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।