English Version
আপডেট : ১৭ মার্চ, ২০১৬ ১৯:৫৭

‘রিজার্ভ চুরির দায় এড়াতে পারেন না অর্থমন্ত্রী’

নিজস্ব প্রতিবেদক
‘রিজার্ভ চুরির দায় এড়াতে পারেন না অর্থমন্ত্রী’

রিজার্ভ চুরির ঘটনার দায় এড়াতে পারেন না অর্থমন্ত্রী বলে মন্তব্য করেছেন আ’লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

তিনি বলেন, এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেছেন এবং নতুন একজন গভর্নর নিয়োগ দেয়া হয়েছে। দায়িত্বে অবহেলা ও ব্যর্থতার দায়ে ওএসডি করা হয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলমকে। অব্যাহতি দেয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের আরো দুই ডেপুটি গভর্নরকেও। এছাড়া বাংলাদেশ ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তাকে নজরদারিতে রাখা হয়েছে।

সরকারের সাবেক এই মন্ত্রী বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে আরো সমন্বয়ের তাগিদ দেন। তিনি।