English Version
আপডেট : ১৭ মার্চ, ২০১৬ ১৮:৫০

রিজার্ভের অর্থ চুরির ঘটনায় সরকার বিব্রত

নিজস্ব প্রতিবেদক
রিজার্ভের অর্থ চুরির ঘটনায় সরকার বিব্রত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় সরকার বিব্রত বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চারলেনে উন্নীত করার কাজ পরিদর্শনে এসে ভালুকায় তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, এত বড় একটি ঘটনা ঘটেছে। এটি বিব্রতকর এতে কোন সন্দেহ নেই। এখানে বাংলাদেশের সুনামের প্রশ্ন জড়িত। এ ঘটনার পরিপ্রেক্ষিতে দুজন ডেপুটি গভর্নরকে বাদ দেয়া হয়েছে। এ ঘটনায় অন্য যাদের সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করা হচ্ছে, তাদের অনেককে ইতিমধ্যে অপসারণ করা হয়েছে।

এদিকে, গত ৫ই ফেব্রুয়ারি রাত ১২টার দিকে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। ফিলিপাইনের একটি পত্রিকায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি জানাজানি হয়।