English Version
আপডেট : ১৭ মার্চ, ২০১৬ ১৮:৩৫

তদন্তের স্বার্থে জোহা আটক হতে পারে

নিজস্ব প্রতিবেদক
তদন্তের স্বার্থে জোহা আটক হতে পারে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, তদন্তের স্বার্থে প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহাকে আটক করা হতে পারে। তবে আমি নিশ্চিত নই।

তানভীর জোহা নিখোঁজ প্রসঙ্গে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় বিশেষজ্ঞ মতামত দেয়া সাইবার ক্রাইম বিশেষজ্ঞ ও আইসিটি মন্ত্রণালয়ের স্থগিত থাকা প্রকল্প সাইবার নিরাপত্তা বিভাগের ডিরেক্টর (অপারেশন) তথ্য প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহা নিখোঁজ হন।

বুধবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর কচুক্ষেতে জোহাকে সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয় বলে জোহার স্বজনদের অভিযোগ।