English Version
আপডেট : ১৭ মার্চ, ২০১৬ ১৫:১৭

পুলিশি হয়রানির অভিযোগ সেল বাক্স নেই

নিজস্ব প্রতিবেদক
পুলিশি হয়রানির অভিযোগ সেল বাক্স নেই

সাধারণ মানুষের অভিযোগ গ্রহণ করতে মহাজোট সরকারে চালু হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 'অভিযোগ সেল'। তৃণমূলে পুলিশি সেবা না পেলে বা হয়রানির শিকার হলে এই সেলে অভিযোগ করত জনগন। এর মাধ্যমে তৃণমূল থেকে অনেক গোপন তথ্য জানতে পারতেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি জানতে সচিবও।

ফলে সরাসরি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো মন্ত্রনালয় থেকে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে না জানিয়েই 'অভিযোগ সেলে'র কার্যক্রম বন্ধ করা হয়েছে। সচিবালয়ের প্রধান ফটকের সামনে থাকা অভিযোগ গ্রহণের বাক্সটিও আর নেই।

তাই সেলের কার্যক্রম বন্ধ থাকায় অনেকেই সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন। প্রতিদিন ভিড় করছেন সচিবালয়ে তার দপ্তরে। এতে মন্ত্রীর দৈনন্দিন কার্যক্রমেও কিছুটা ব্যাঘাত ঘটছে।

এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, 'অভিযোগ সেল পুনরায় চালু করা হবে। অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হবে।