English Version
আপডেট : ১৭ মার্চ, ২০১৬ ১১:৩৭

বিশ্বে বাংলাদেশ ১১০তম সুখী দেশ

অনলাইন ডেস্ক
বিশ্বে বাংলাদেশ ১১০তম সুখী দেশ

জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশন নেটওয়ার্কের (এসডিএসএন) আওতায় জরিপে বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসাবে নির্বাচিত হয়েছে ডেনমার্ক, আর সবচেয়ে অসুখী দেশ বুরুন্ডি। এই তালিকায় ১১০ নাম্বারে রয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা, ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, মিশর, এসব দেশ রয়েছে বাংলাদেশের পরে।   জরিপে দেখা গেছে, যেসব দেশে বৈষম্য বা ভেদাভেদ কম, সেখানকার মানুষ বেশি আনন্দে থাকে। বিশেষ করে যেসব দেশে সামাজিক সহায়তা বেশি, বিপদে সমাজ বা রাষ্ট্রের সহায়তা পাওয়া যায়, সেসব দেশের নাগরিকরাই বেশি সুখী।   ১৫৬টি দেশে ওপর তিনবছর ধরে চলা জরিপটিতে প্রতিটি দেশের ১ হাজার নাগরিকের মতামত ও জীবন  তাদের জীবন সম্পর্কে জানতে চাওয়া হয় এবং শূন্য থেকে দশের একটি পয়েন্ট তালিকায় নাম্বার দেয়ার জন্য বলা হয়। যেসব বিষয় বিবেচনায় নেয়া হয়েছে, তার মধ্যে রয়েছে মোট দেশজ উৎপাদন, সামাজিক সহায়তার ব্যবস্থা, স্বাস্থ্যকর জীবনযাপন, ব্যক্তিগত স্বাধীনতা, দাতব্য সেবা এবং দুর্নীতিহীনতা।