English Version
আপডেট : ১৬ মার্চ, ২০১৬ ২১:৪৯

‘বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন চলছে, চলবে’

নিজস্ব প্রতিবেদক
‘বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন চলছে, চলবে’

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, অপপ্রচার ও  গুজবের ভিত্তিতে কোন মামলা হলে তার মেরিট থাকে না। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন চলছে এবং চলবে। সময়মতো আমরা আদালতে হাজির হবো এবং আঙুলের ছাপ নিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিম নিবন্ধন কার্যক্রম সম্পর্কে বস্তুনিষ্ঠ ও তথ্যপ্রযুক্তি নির্ভর যুক্তি আদালতে উপস্থাপন করা হবে।   সম্প্রতি ব্যক্তিগত গোপনীয়তা ও নিরপেক্ষতা লঙ্ঘিত হতে পারে- এই আশঙ্কা থেকে হাই কোর্টে রিট করেছেন আইনজীবী মুক্তাদির রহমান। এ বিষয়ে আগামী ২৪ মার্চ দিন জবাবের দিন ধার্য্য করেছেন আদালত।

প্রতিমন্ত্রী আরো জানান, বায়োমেট্রিক পদ্ধতিতে কোনোভাবেই আঙ্গুলের ছাপ সংরক্ষণ করা হচ্ছে না। একটি বিশেষ মহল এই অপপ্রচার চালাচ্ছে যারা অবৈধ ভিওআইপি, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কাজ করছে। যা করছি জনস্বার্থে করছি, অনেকের আঁতে ঘা লাগবে সেটা জেনেও শুরু করেছি। এ পর্যন্ত ৪০ শতাংশ সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন ও ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে।   এ সময় গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠি, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পিডি শর্মা, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গিয়াস উদ্দিন আহমেদসহ অন্যান্য অপারেটরদের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।